অন্য কোনো ফোনে ফেসবুক লগইন করা আছে কী? জানার উপায় দেখুন…
অনেক ব্যবহারকারী বিভিন্ন প্রয়োজনে একাধিক স্মার্টফোন বা কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেন। কোনো কারণে অনেক সময় সব যন্ত্র থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা সম্ভব হয় না। এতে ক্ষতির কিছু নেই।
তবে অপরিচিত কোনো যন্ত্রে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা থাকলে তা নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। তাই কোন কোন যন্ত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, তা জানা প্রয়োজন। জানার এই পদ্ধতি দেখে নিন।
ধাপ ১
প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করে অ্যাপের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করুন।
ধাপ ২
এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের নিচে থাকা সেটিংস ট্যাপ করে পরের পৃষ্ঠায় যান।
ধাপ ৩
এবার মেটা অ্যাকাউন্ট সেন্টারের নিচে থাকা ‘সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার’ ট্যাপ করুন।
ধাপ ৪
এরপর অ্যাকাউন্ট সেটিংসের নিচে থাকা ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ট্যাপ করে ‘সিকিউরিটি অ্যালার্টস’-এর নিচে থাকা ‘হোয়ার ইউ আর লগড ইন’ অপশনে ক্লিক করুন।
ধাপ ৫
এবার অ্যাকাউন্টসের নিচে থাকা ‘ফেসবুক অ্যাকাউন্ট’ নির্বাচন করলেই ফেসবুকে লগইন করা বিভিন্ন যন্ত্রের তালিকা দেখা যাবে।