খেলাধুলা

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জয়

ঢাকা প্রিমিয়ার লিগের ২৩তম শিরোপাটা আবাহনী জিতেছে দুই ম্যাচ হাতে রেখে। সেই আবাহনীর সামনে শেষ দুটি ম্যাচ ছিল অপরাজিত থেকে মৌসুম শেষ করার মিশন। আজ মৌসুমে শেষ দিনে শাইনপুকুরকে ৪ উইকেটে হারিয়ে সেই মিশন সম্পন্ন করেছে আবাহনী। চ্যাম্পিয়নরা লিগ শেষ করেছে ১৬ ম্যাচে ১৬ জয় নিয়ে।

আজ অন্য দুই ম্যাচে জিতেছে মোহামেডান ও প্রাইম ব্যাংক। ফতুল্লায় পেসার রেজাউর রহমানের রেকর্ড বোলিংয়ে শেখ জামাল ধানমন্ডিকে ১৯৯ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক।

ওদিকে বিকেএসপিতে রানার্সআপ মোহামেডান ৫৩ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।

রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ আবাহনীর প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব করেছিল ৮ উইকেটে ২৩৪ রান। এনামুল হকের সেঞ্চুরিতে রানটা ২৩ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরোয় আবাহনী।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এনামুলের এটি ২০তম সেঞ্চুরি। ২২ সেঞ্চুরি নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাঁর ওপরে আছেন শুধু তামিম ইকবাল।

শাইনপুকুরের ইনিংসে সর্বোচ্চ ৭৭ রান করেন অমিত হাসান। ৮৪ রানের দ্বিতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী খালিদ হাসান করেছেন ৫৮ রান। আবাহনীর হয়ে ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *