টপ নিউজলাইফস্টাইল

বেশি সঞ্চয় করার টিপস

ওজন বুঝে ভোজন; আর্থিক ব্যবস্থাপনা নিয়ে চরম সত্য। অর্থাৎ আয়ের শুরুতেই একটা বাজেট করে নিতে হবে। তারপরে সীমা মেনে হবে খরচ।

এভাবেই অর্থনৈতিকভাবে নিজেকে সমৃদ্ধ করা যায়। এটাই মন্ত্র। আর কি করলে সঞ্চয় বাড়বে জেনে নিন-

সস্তা পণ্য কিনে টাকা খরচ করার থেকে একটু বেশি দাম দিয়ে টেকসই জিনিস কেনা বুদ্ধিমানের কাজ। কারণ সস্তার যেকোনও জিনিস তাড়াতাড়ি নষ্ট হবে। আপনাকে বার বার একই খাতে অনেক টাকা খরচ করতে হবে। দীর্ঘমেয়াদে, কিছু ক্ষেত্রে একটু বেশি খরচ করলে আসলে আপনার সঞ্চয় হবে।

বাজেট নিয়ে খুব বেশি রক্ষণশীল হবেন না। রাতারাতি বাজেটের পরিকল্পনা ছেড়ে দিলেও হবে না। ব্যালেন্স করতে হবে আপনাকেই। মনে করুন, মাসে একটা ডিনার ডেট আপনাকে প্রশান্তি দেবে, তবে সেটিকে আপনার বাজেটের মধ্যেই রাখুন। বাজেটে কড়া করে জীবনের ছোট ছোট উদযাপনের মুহূর্তগুলো হারিয়ে যেতে দেবেন না।

ডিজিটাল যুগে আর্থিক লেনদেন হাতের মুঠোয়। যখন খুশি অনলাইন পেমেন্ট করা যায়। তাই খরচ করার আগে সতর্ক থাকুন।

সঞ্চয়ের জন্য যে কয়েকটি স্কিম নিয়েছেন, সেগুলো ব্যাংকে অটো-রিনিউয়াল করে রাখুন। যাতে ভবিষ্যতে এগুলো নিয়ে আপনাকে আপস করতে না হয়।

ক্রেডিট কার্ড ব্যবহার করলে বাড়তি সচেতন থাকতে হবে। তাই কেনাকাটা করার আগে ভাবুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *