সারাদেশ ব্যাপী ধর্ষণকারী ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবীতে
” প্রতিবাদ ও মানববন্ধন”সৌজন্যে: সাংবাদিক সমাজ সময়: ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার দুপুর ২.১৫ টায় স্থান: জাতীয় প্রেসক্লাবের সামনে
প্রিয় সহযোদ্ধা ও বন্ধুগণ আসসালামুয়ালাইকুম
আপনারা সকলেই জানেন সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, খুন সহ বিভিন্ন ধরনের নির্যাতনের চলমান যা কিছুতেই প্রতিহত করা যাচ্ছে না। সঠিক বিচারের প্রয়োগ না থাকায়।
সেই প্রতিবাদে আমাদের আজকের এই মানববন্ধন
নারী এবং পুরুষ উভয় উভয়ের পরিপূরক হিসেবে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন।
নারী আপনার মা, বোন, মেয়ে, স্ত্রী, ভাগ্নি, ভাতিজি তাই নারী প্রতি সদয় আচরণ এবং শ্রদ্ধাশীল হয়ে নারীর উপর ধর্ষণ, খুন নির্যাতন বন্ধ করুন এভাবে চলতে থাকলে সমাজে যে কোন সম্পর্কে চরম অবক্ষয় ঘটবে যা আমাদের বাঙ্গালী কালচারে নেই। নারীদের যে সকল আস্থার জায়গা সেখানে যদি নারী নিরাপত্তার পরিবর্তে নির্যাতিত হয় তাহলে কোথায় যাবে তারা? তাই আমরা সামাজিক ও পারিবারিক অবক্ষয় এবং নারী পুরুষের বৈষম্য এড়াতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আজকের মানববন্ধনের মাধ্যমে আমি জাকিয়া হোসেন, স্টাফ রিপোর্টার দৈনিক ভোরের সময় ৪ দফা দাবি উপস্থাপন করছি, আমাদের দাবি সমূহ
৪ দফা দাবি:
১/ আসিয়া ধর্ষণকারী ও খুনিদের অতি দ্রুত ফাঁসি চাই
২/ সারাদেশব্যাপী ধর্ষণ, খুন, বিভিন্ন ধরনের নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
৩/ সারাদেশে অর্থাৎ সকল পাড়া, মহল্লায় সকল বয়সের নারীদের ডিফেন্স শিক্ষা করার জন্য একটি করে কেন্দ্র চাই।
৪/প্রতিটা বাস স্ট্যান্ডে এবং প্রতিটা রেল স্টেশনে বেবি ফিডিং এর রুম চাই।