টপ নিউজটেক

অনারের ১৮০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন

বাংলাদেশে ১৮০ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত ‘অনার ম্যাজিক ৬ প্রো’ মডেলের স্মার্টফোন এনেছে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার।

হুয়াওয়ে ব্র্যান্ড থেকে আলাদা হওয়ার পর উদ্ভাবনী প্রযুক্তির স্মার্টফোন তৈরির মাধ্যমে এরই মধ্যে চীনের স্মার্টফোন বাজারে শীর্ষ স্থান দখল করেছে অনার। অনারের তৈরি সেরা স্মার্টফোন দেশের বাজারে উন্মুক্ত করা হলো। স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দেবে অনার ম্যাজিক ৬ প্রো।

৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি (হাই ডেফিনেশন) প্লাস পর্দার ফোনটির পেছনে পেরিস্কোপ টেলিফটো লেন্সযুক্ত ১৮০ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা রয়েছে। সামনেও রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফলে ফোনটির মাধ্যমে সহজেই কাছে বা দূরের উন্নত রেজল্যুশনের ছবি তোলা যায়।

১২ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে ৫ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, ফলে বড় আকারের ভিডিও সংরক্ষণের পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনটি।

অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৮ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্জ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা যায়।

৮০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি-সুবিধা থাকায় দ্রুত চার্জও হয় ফোনটি। ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।

ফোনটিতে ৬৬ ওয়াটের তারহীন প্রযুক্তিও রয়েছে, ফলে তারের সংযোগ ছাড়াও দ্রুত চার্জ করা যায়। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটির দাম ১ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা। চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে সুদ ছাড়া ১৮ মাসের কিস্তিতে কেনা যাবে ফোনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *