টপ নিউজটেক

অবশেষে মহাকাশে গেল বোয়িংয়ের স্টারলাইনার

দশক ধরে ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রের বোয়িং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) দিকে তাদের স্টারলাইনার ক্যাপসুল উৎক্ষেপণ করেছে।

দীর্ঘ ও জটিল উন্নয়ন কর্মসূচির মধ্য দিয়ে আসার পর এবারই প্রথম ক্যাপসুলটি নাসার দুই নভোচারীকে নিয়ে গেল।

মহাকাশে একটি মিশনে বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামস ক্যাপসুলটি পরীক্ষা করবেন।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স অ্যাটলাস রকেটে চড়ে ক্যাপসুলটি মহাকাশে যায়।

আজ বৃহস্পতিবার মহাকাশ স্টেশনে পৌঁছানোর কথা স্টারলাইনার ক্যাপসুলের।

স্টারলাইনারকে এখন আইএসএসের কক্ষপথে নিজেকে নিয়ে যেতে হবে। আইএসএস প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *