আনন্দের জন্য খেলুন…
খেলাধুলায় যে আনন্দ তার শেষ নেই। খেলা শৃঙ্খলা শেখায়। শেখায় একতাবদ্ধতা। জাগায় প্রতিকূলতা জয় করার লড়াই।
খেলা পরাজয় মেনে নিতে শেখায়, জিতে যাওয়ার পরও বিনয়ী হতে শেখায়। নেতৃত্ব দিতে শেখায়, নেতৃত্ব মানতে শেখায়।
আসুন, তাহলে শুরু করে দিই খেলাধুলা। সবার জন্য আনন্দের জন্য খেলি। শিশু কিশোররা যেমন খেলবে মনের আনন্দে, আমরাও খেলব।
খেলার মাঠে ফিরলে তরুন বাঁচবে মাদকের গ্রাস থেকে। পাড়ায় পাড়ায় কিশোর গ্যাংয়ের পরিবর্তে গড়ে উঠবে ক্লাব।
আপনি জিতলেন তো, আজ আপনার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই। হেরে গেলেন, তো অথই সাগরে পড়লেন। তাছাড়া কনফ্লিক্ট ম্যানেজমেন্টও শেখায় খেলাধুলা। এর মধ্য দিয়েই পুরো জীবনের গল্প যেন ফুটে ওঠে দুই এক ঘন্টায় বা দুই একদিনে।
তাই স্কুলে স্কুলে, পাড়ায়, মহল্লায় খেলার সংস্কৃতি চালু করা দরকার। পরিবর্তন দরকার অভিভাবকদের মানসিকতায়। কেননা সারাক্ষণ পড়ার বইয়ে মুখ গুঁজে থাকার সংস্কৃতি থেকে সন্তানকে বের করে পৃথিবী চেনানোর উপায় খেলাধুলা।