আবার আলাদা হচ্ছেন বেন-লোপেজ
দুই দশক পর সম্পর্ক জোড়া লেগেছিল। কিন্তু দুই বছরের মধ্যেই সেই সম্পর্কে চিড় ধরার জল্পনা তুঙ্গে। হলিউড তারকা বেন অ্যাফ্লেক ও অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজের সম্পর্ক নাকি ভাঙনের মুখে।
গুঞ্জন ছড়িয়েছে, গত ৪৭ দিন ধরে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেননি তারকা জুটি। জেনিফারের বাড়ি ছেড়ে নাকি বেরিয়ে গিয়েছেন বেন। এতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে।
২০০২ সালের মাঝামাঝি প্রথমবার বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। ২০০৩ ও ২০০৪ সালেই মুক্তি পেয়েছিল বেন ও জেনিফারে ছবি ‘গিগলি’ ও ‘জার্সি গার্ল’। সেই সময় বিয়েও পাকা হয়ে গিয়েছিল।
আচমকাই ছন্দপতন। ব্রেকআপের সিদ্ধান্ত তারকা যুগল। তার পর অবশ্য বন্ধুত্ব ছিল।
বেনের সঙ্গে ব্রেকআপের পর মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। এদের দু’ জনের দুই সন্তানও রয়েছে।
অন্যদিকে, বেন বিয়ে করেন জেনিফার গার্নারকে। তাদেরও রয়েছে তিন সন্তান। দু’জনের সেই সম্পর্কও টেকেনি।
জেনিফার আবার অ্যালেক্স রডরিগেজের প্রেমে পড়েন। বেন সেই সময় আনা দে আর্মাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন। কিন্তু বিধির বিধানে অন্য কিছু লেখা ছিল।
২০২১ সালে আবারও বেন ও জেনিফারকে একসঙ্গে দেখা যায়। ২০২২ সালে বাগদান সারেন দুজন। সে বছরের ১৬ জুলাই লাস ভেগাসে গিয়ে করেন বিয়ে। এক মাস পর পরিবার ও বন্ধুদের জন্য অনুষ্ঠানও করেছিলেন দুজন।