আরাগাটস পর্বতের দেশ আর্মেনিয়া
স্থলবেষ্টিত দেশগুলোর তালিকায় আরেকটি উল্লেখযোগ্য দেশ হলো আর্মেনিয়া।
পশ্চিম এশিয়ার দক্ষিণ ককেশাস অঞ্চলে অবস্থিত আর্মেনিয়া তার সমৃদ্ধ ইতিহাস, অনন্য সংস্কৃতি ও অসাধারণ ভূপ্রকৃতির জন্য পরিচিত।
দেশটির পশ্চিমে তুর্কি পর্বতমালা অবস্থিত, যা আর্মেনিয়ার সর্বোচ্চ বিন্দু আরাগাটস পর্বতের আবাসস্থল।
আর্মেনিয়া প্রায় ৮৫ শতাংশ পাহাড়ে আচ্ছাদিত।
আর্মেনিয়ার মাঝ দিয়ে বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়। দেশটির সর্বোচ্চ বিন্দু আরাগাটস পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৪১৯ ফুট ওপরে অবস্থিত। এর বিপরীতে সর্বনিম্ন বিন্দু, ডেবেড নদীর তীর ১ হাজার ২৮০ ফুট উঁচুতে অবস্থিত।