টপ নিউজবিনোদন

ইতালিতে দ্বিতীয় প্রি-ওয়েডিং অনন্ত-রাধিকার, থাকছেন কারা?

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট জুলাই মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। তার আগে বিলাসবহুল দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ের আয়োজন করতে যাচ্ছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি।

রাধিকা-অনন্তের প্রথম প্রি-ওয়েডিং অনুষ্ঠান হয়েছিল তাদের ছোটবেলার স্মৃতিমধুর জামনগরে। শোনা যাচ্ছে দ্বিতীয় অনুষ্ঠানটি ইতালিতে।

জানা গেছে, ২৮ থেকে ৩০ মে পর্যন্ত এই প্রি-ওয়েডিং অনুষ্ঠান চলবে। শোনা যাচ্ছে, ইতোমধ্যে অনুষ্ঠানে যোগ দিতে বিদেশে পাড়ি দিয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, সালমান খান ও অন্য অভিনেতারা।

এ অনুষ্ঠানে যোগ দেবেন শাহরুখ খানও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিংয়ের একটি কার্ড। সেখান থেকেই জানা যাচ্ছে, ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জামনগরে প্রথম প্রি-ওয়েডিং সেরেছিলেন রাধিকা ও আনন্দ। গুজরাটের জামনগরে রাজকীয় সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড থেকে শুরু করে ক্রীড়া জগৎ বা রাজনীতিরও একাধিক ব্যক্তিত্ব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অনন্ত-রাধিকার এই প্রি-ওয়েডিংয়ের টুকরো টুকরো কিছু ছবি। ৫১ হাজার মানুষের অন্নসেবা থেকে শুরু করে বিভিন্ন চোখ ধাঁধানো আয়োজন হয়েছিল জামনগরে।

শোনা যাচ্ছে, রাধিকা-অনন্তের এই দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ে উপস্থিত থাকবেন প্রায় ৮০০ অতিথি। ৬৬০ জন কর্মচারী নিয়োজিত থাকবেন এসব অতিথির সেবায়। কারও যাতে কোনো অসুবিধা না হয়, সেটাই দেখা তাদের দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *