টপ নিউজফ্যাশন

ঈদে যেমন পোশাকের ধারা…

গরম চরমে। তাই কোরবারিন ঈদে খুব জমকালো নয়। হালকা নকশার পোশাকের দিকে ঝুঁকছেন ডিজাইনাররা।

তবে পোশাকে কাট, ছাপা নকশা ও রঙে তুলে ধরা হয়েছে উৎসবের আমেজ।

ঈদের পোশাকে হালকা রং, ব্লকের কাজ, ফুলেল মোটিফ এবং কেপের ব্যবহার দেখা যাবে।

থাকছে ক্রেপ জর্জেটে ডিজাইন করা স্কার্ট-টপ সেট। এ ছাড়া গাউন ধাঁচের বক্সপ্লিট করা জামা ও ওপরের ঢেউখেলানো শ্রাগের পাড়ে কারচুপির কাজও চলছে।

গত শতাব্দীর ’৯০–এর দশকের রেট্রো ফ্যাশনের অনুপ্রেরণায় তৈরি হয়েছে এ কো–অর্ড সেট।

সাটিন কাপড়ের এ লাইন কাট পাশ্চাত্য ঘরানার। এ পোশাকে লাল রঙের ব্যবহার এনেছে উৎসবের আমেজ বেশ।

ফুলেল ছাপের কুর্তাটি পরে ঘোরা যাবে সারা দিন, সারা বেলা।

তাই, ঈদের দিনে বন্ধুদের সঙ্গে আড্ডায় রেট্রো নকশার আদলে তৈরি শার্ট পরে উপস্থিত হতে পারেন।

হাওয়াই মিঠাই রঙের টপটির সঙ্গে পরতে পারেন ঢোল সালোয়ার। চোখের জন্য আরামপ্রদ এই রঙের পোশাকটি। এটি গরমের জন্য বেশ আরামদায়ক।

অন্যদিকে, সাদা স্কার্টের সঙ্গে হালকা মেরুন রঙের টপ পরে ঘুরে বেড়াতে পারবেন।

সাদা মানেই আরাম, সাদা মানেই শান্তি, কি বলেন! ঐতিহ্যবাহী সাদা মসলিনের ওড়নায় ট্রাইবাল ধাঁচে এমব্রয়ডারি আর কারচুপির কাজ হতে পারে চমৎকার পছন্দ।

ক্রেপের জামায় উজ্জ্বল পাড়ের ব্যবহার, সঙ্গে প্যান্ট-কাট সালোয়ারও অনেকের পছন্দের।

তা ছাড়া, বর্ষা মাথায় রেখে পোশাকে থাকছে সবুজের প্রাধান্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *