টপ নিউজভ্রমণ

উড়োজাহাজ আকাশে উড়তেই কানে তালা লেগে যায়, কী করবেন?

উড়োজাহাজের চাকা মাটি ছেড়ে খানিক দূর উড়তে না উড়তেই বিপত্তি! কানের অবস্থা এমন হয় যে, নিজেকে বধির বললেও ভুল হয় না। এমন সমস্যা কি সবার হয়?

গোসল করার সময়ে কানে পানি ঢুকলে অনেক সময় তালা লেগে যায়। কানের ভেতর ভোঁ ভোঁ করতে থাকে। ঠিক একই রকম অবস্থা হয় উড়োজাহাজে চড়লে।

যাঁরা ঘন ঘন যাতায়াত করেন, এই সমস্যা তাঁদের কাছে নতুন নয়। উড়োজাহাজের একঘেয়ে আওয়াজ, কান বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে কানে তুলা, ইয়ার প্লাগ গুঁজে রাখেন। এই টোটকায় যে সব সময়ে উপকার হয়, তা নয়।

আসলে, মাটি ছেড়ে আকাশে ওড়ার সময়ে বাতাসের চাপে কান বন্ধ হয়ে যায়। নাক-মুখ দিয়ে বাতাস প্রবেশ করে কানের মধ্যবর্তী অংশ পূর্ণ করে দেয়।

বাইরের সঙ্গে দেহের অভ্যন্তরের চাপের সামঞ্জস্য রাখতে সাহায্য করে কানের মধ্যে থাকা বিশেষ একটি টিউব। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ‘ইউস্টেশিয়ান টিউব’ বলা হয়। নাক এবং কানের সঙ্গে যুক্ত থাকে এই টিউব। নাক দিয়ে হাওয়া প্রবেশ করে এই টিউবের মধ্যবর্তী অংশ ভরাট করে দেয়। ফলে কানও বন্ধ হয়ে যায়। আকাশে ওই উচ্চতায় থাকার পর আবার উড়োজাহাজ মাটি ছুঁলেও কিন্তু একই রকম সমস্যা হতে পারে।

চিকিৎসকেরা বলছেন, কানে তুলা বা ইয়ারপ্লাগ গোঁজা এই সমস্যার সমাধান হতে পারে না। এর বদলে মুখে চুইংগাম রাখা যেতে পারে বা অল্প অল্প করে পানি পান করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *