কানে বসেছে সাদাকালোর উৎসব
চলছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। প্রতিদিন সেখানে নতুন নতুন সিনেমার প্রিমিয়ার হচ্ছে।
এসব প্রিমিয়ারের লালগালিচা তারকারা দারুণ সব ফ্যাশনেবল লুকে আলোকিত করছেন।
এর মধ্যেই অনুষ্ঠিত হলো নতুন মিউজিক্যাল ক্রাইম কমেডি ‘এমিলিয়া পেরেজ’-এর স্ক্রিনিং। এ সিনেমায় অভিনয় করেছেন সেলেনা গোমেজ, জো সালডানা, কার্লা সোফিয়া গাসকন, এডগার রামিরেজের মতো জনপ্রিয় হলিউড তারকারা।
এমন তারকাবহুল সিনেমার প্রদর্শনীর ইভেন্ট যে তারায় তারায় ভরে যাবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে সবাইকে নিজের লুক দিয়ে মুগ্ধ করেছেন সেলেনা গোমেজ।
লালগালিচায় আরও দেখা গেছে সালমা হায়েক, অ্যালেক্সা চাং, ইভা লঙ্গোরিয়া, ইভা গ্রিনের মতো এ-লিস্ট সেলিব্রিটিদের।
এখানে বেশির ভাগ তারকা সাদা-কালো পোশাক পরে এসেছেন। এছাড়া কানের ফটোকলগুলোর জন্যও এই দুটি রংই তারকাদের প্রথম পছন্দ।
সাদা-কালো ফ্যাশনের অন্যতম চিরসবুজ ট্রেন্ড। এই দুটো রঙের সমন্বয় যে কতটা বৈচিত্র্যময় হতে পারে, তা আরও একবার প্রমাণিত হলো কানের লালগালিচায়।