টপ নিউজবিশেষ খবর

কোকা-কোলা ব্যবসা গুটিয়ে নিচ্ছে

বোতলজাতকরণের ব্যবসা থেকে সরে আসছে কোমল পানীয় প্রস্তুতকারক কোকা-কোলা। নিজেদের ব্র্যান্ড ও পণ্যগুলোর গুণগত মানের দিকে নজর দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে নিজেদের পানীয়গুলোর বোতলজাতকরণের ব্যবসা বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপের (বিআইজি) নামে কোকা-কোলা পরিচালনা করত।

বিআইজির করপোরেট অফিস গতকাল সোমবার (৩০ জুন) বন্ধ করা হয়েছে।

এরপর ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় বোতলজাতকরণের কার্যক্রম কোকা-কোলার অভ্যন্তরীণ বোর্ডের হাতে চলে গেছে।

কোকা-কোলা ইন্ডিয়ার মালিক হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবি)। এই কোম্পানিটিকে নিয়ন্ত্রণ করত বিআইজি।

ভারতসহ বিআইজির অন্য বাজারগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া,  সিঙ্গাপুর, ফিলিপাইন, ভিয়েতনাম, ওমান, কম্বোডিয়া এবং আফ্রিকা মহাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *