কোপাতে পারবেন না আর্জেন্টিনার কোচরা
ফুটবলের অন্যতম আসর কোপাতে পারবেন না আর্জেন্টিনার কোচরা কোপা আমেরিকায় নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টিনার চার কোচ। তারা হলেন-লিওনেল স্কালোনি, ফার্নান্দো বাতিস্তা, রিকার্দো গারেকা ও মার্সেলো বিয়েলসা।
তাদের সঙ্গে রয়েছেন উরুগুয়ে কোচ বিয়েলসা। গ্রুপ পর্বে উরুগুয়ের পানামা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে দেরি করে ফেরেন বিয়েলসা।
কোপা আমেরিকার নিয়ম জানেন কী? সেখানে বলা হয়েছে, ম্যাচ শুরুর সূচিকে মানতে হবে। এই নিয়ম ভাঙার জন্য দায়ী থাকবেন ‘কোচ’।
তবে, আর্জেন্টিনার কোচরা কোন কারণে নিয়ম ভাঙছেন তা ঠিক বোঝা যাচ্ছে না।
চিলির বিপক্ষে একটি ম্যাচে বিরতির পর দেরিতে মাঠে ফেরায় কোট স্কালেনি নিষিদ্ধ হন। পেরুর বিপক্ষে পরের ম্যাচে নিষিদ্ধ হন তিনি।
জরিমানা গুনতে হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)।