টপ নিউজটেক

গুগল মেসেজেস অ্যাপে বার্তা সম্পাদনা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে বার্তা আদান-প্রদানের জন্য গুগলের মেসেজেস অ্যাপ খুবই জনপ্রিয়। কিন্তু মনের ভুলে বা ব্যস্ততার কারণে পাঠানো বার্তায় বানান ভুল হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যায়।

ফলে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অনেকে। এ সমস্যা সমাধানে মেসেজেস অ্যাপে পাঠানো বার্তা সম্পাদনা করার সুবিধা চালু করতে যাচ্ছে গুগল।

নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পাঠানো যেকোনো বার্তার বানান পরিবর্তনসহ নতুন তথ্য যুক্ত করতে পারবেন। তবে মন চাইলেই যেকোনো সময় পাঠানো বার্তার তথ্য পরিবর্তন করা যাবে না। বার্তা পাঠানোর ১৫ মিনিটের মধ্যে সম্পাদনা করতে হবে।

চাইলে পাঠানো বার্তা এক বা একাধিকবার সম্পাদনাও করা যাবে। এর মাধ্যমে সহজেই তথ্যগত ভুল এড়ানো সম্ভব হবে।

বার্তা সম্পাদনার সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই প্রাথমিকভাবে মেসেজেস অ্যাপের নির্দিষ্টসংখ্যক বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারছেন।

শিগগির অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে এ সুবিধা ব্যবহার করা যাবে।

মেসেজেস অ্যাপের সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণে পাঠানো বার্তা সম্পাদনার জন্য পেনসিল আইকন যুক্ত করা হয়েছে। তবে আইকনটির মাধ্যমে পাঠানো বার্তা সম্পাদনার জন্য প্রেরক ও প্রাপক উভয়কেই একই সংস্করণ ব্যবহার করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *