চার দিনে ৫০০ কোটি
নাগ অশ্বিন পরিচালিত সায়েন্স-ফিকশনধর্মী ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’।
মুক্তির চার দিনের মাথায় ‘কল্কি’ ছবিটি বক্স অফিসে ৫০৭ কোটি টাকা ব্যবসা করেছে।
আয়ের দিক থেকে ‘কল্কি’ অনেক ব্লকবাস্টার ছবিকে পেছনে ফেলেছে।
প্রসঙ্গত, গত ২৭ জুন মুক্তি পায় এই ছবি।
ওপেনিং ডেতে যা দারুণ ব্যবসা করেছে।
ছবিটিতে রয়েছেন অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসান, দীপিকা পাড়ুকোন।
মাঝে মধ্যে দেখা গেছে ম্রুণাল ঠাকুর, বিজয় দেবরাকোন্ডা, দুলকার সালমানকে।
দুই নামকরা পরিচালক রাজামৌলি এবং রাম গোপাল ভার্মা ‘কল্কি’তে ক্যামিও হিসেবে অভিনয় করেছেন।
৬০০ কোটি টাকা বাজেটের ‘কল্কি’ ইতিমধ্যে ৫০৭ কোটি আয় করেছে।
বাণিজ্যিক বিশ্লেষকরা বলছেন, মুক্তির প্রথম সপ্তাহে হাজার কোটির ক্লাবের সদস্য হয়ে যাবে ‘কল্কি’।