চীনে এক ভূমিকম্পে মারা গিয়েছিল ৮ লাখ মানুষ!
ভূমিকম্প বিশ্বে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম। এর কারণে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। জানেন কি, বিশ্বের কোন দেশে সবচেয়ে ভয়ানক ভূমিকম্প হয়েছিল এবং বেশি মানুষ মারা গিয়েছিল?
ঘটনাটি চীনের। বিশ্বে সবচেয়ে ভয়ানক ভূমিকম্প হয়েছিল এবং বেশি মানুষ মারা গিয়েছিল চীনে।
৫৫৬ খ্রিষ্টাব্দে দেশটির শানসি প্রদেশে মারাত্মক একটি ভূমিকম্প হয়। সেটি রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮। ওই ভূমিকম্পে সেখানে সরকারি, বেসরকারি হিসাব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৮ লাখ ৩০ হাজার মানুষের।
এ ভূমিকম্পে মোট ৯৭টি কাউন্টিতে প্রায় সব ধ্বংস হয়ে গিয়েছিল। এর মধ্যে ৫২০ মাইল এলাকাজুড়ে মৃত্যুপুরী হয়েছিল। বলা হয়েছিল, এ ঘটনায় ওই প্রদেশের ৬০ শতাংশ মানুষের মৃত্যু হয়েছিল।
এ ছাড়া ১৯৭৬ সালে একটি ভূমিকম্প হয় তাংশানে। সেখানে কম্পনমাত্রা ছিল ৭.৫। সে বারে মৃত্যু হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৭৬৯ জনের৷ এলাকার ৮৫ শতাংশ বাড়ি ধ্বংস হয়ে ধুলোয় মিশে গিয়েছিল।