জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ
তাওহিদ হৃদয় ও লিটন দাসের কল্যাণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই জয় এল।
বোলাররা কাপিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটারদের। এরপর রান তাড়ায় একবার ভয় ধরানো হয়। তবে শেষ পর্যন্ত স্বস্তি ও নাটকীয় জয়েই টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল টাইগাররা।
ওদিকে, দুই হারের পর শ্রীলঙ্কার সুপার এইটে ওঠার পথ কঠিন হয়ে গেল।
ম্যাচ সামারি
টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন ফিল্ডিং নেন। এই সিদ্ধান্ত প্রমাণ করেন বোলাররা।
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম হয় ম্যাচাটি। উইকেট সম্ভবত বুঝতে পেরেছেন নাজমুল।
শ্রীলঙ্কা পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১২৪ রান তোলে।
মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা উইকেট থেকে গতি ও বাউন্স পান। লেগ স্পিনার রিশাদ হোসেন বাউন্সের সঙ্গে পান বাঁক। তাই এই রান তাড়া করতে নেমে বাংলাদেশ বিপদে পড়েনি। সবশেষে চতুর্থ উইকেটে লিটন–হৃদয়ের ৩৮ বলে ৬৩ রানের জুটি গড়ে তোলা হলে বাংলাদেশ ৬ বল হাতে রেখে ২ উইকেটে জয় পায়।
স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভার ১২৪/৯। নিশাঙ্কা ৪৭, ধনঞ্জয়া ২১, ম্যাথুস ১৬, আসালাঙ্কা ১৯; রিশাদ ৩/২২, মোস্তাফিজ ৩/১৭, তাসকিন ২/২৫, তানজিম ১/২৪।
বাংলাদেশ: ১৯ ওভার। ১২৫/৮ হৃদয় ৪০, লিটন ৩৬, মাহমুদউল্লাহ ১৬*; তুষারা ৪/১৮, হাসারাঙ্গা ২/৩২, পাতিরানা ১/২৭।
ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রিশাদ হোসেন (বাংলাদেশ)।