জামালকে ক্ষতিপূরণ দিতে আর্জেন্টিনার ক্লাবকে নির্দেশ
আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে খেলতে গিয়েছিলেন জামাল ভূঁইয়া। কিন্তু সেখানে সাত মাস থাকলেও কোনো বেতনই পাননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
দেড় বছরের চুক্তিতে গিয়ে একতরফা চুক্তি ভেঙেই দেশে ফিরে আবাহনী লিমিটেডে যোগ দিয়েছেন তিনি। এরপর আর্জেন্টিনার ক্লাবটির কাছে বকেয়া বেতন দাবি করে ফিফার ট্রাইব্যুনালে নালিশও করেছিলেন। সেই ট্রাইব্যুনালের বিচারক জামালের পক্ষে রায় দিয়েছেন সম্প্রতি।
সোল দে মায়োকে সব মিলিয়ে ১ লাখ ৬২ হাজার ৯৮০ ডলার জামালের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন ফিফার ট্রাইব্যুনাল, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১ কোটি ৯০ লাখ ৭৩ হাজার টাকা।
এই টাকার মধ্যে আছে জামালের সাত মাসের বকেয়া বেতন। সেটি ছিল প্রতি মাসে ১২ হাজার ডলার।
ফিফার আইনভঙ্গের শাস্তি হিসেবে আরও কিছু জরিমানাও যোগ হয়েছে সঙ্গে। সেটির পরিমাণ ৭১ হাজার ডলার।
এর সঙ্গে যোগ হয়েছে ৫ শতাংশ সুদ।
আগামী ৪৫ দিনের মধ্যে সোল দে মায়োকে এই জরিমানা পরিশোধ করার নির্দেশও দেওয়া হয়েছে।