টপ নিউজবিনোদন

ঝড় তুলেছেন রাভিনা ট্যানডন কন্যা রাশা

ঝড় তুলেছেন রাভিনা ট্যানডন কন্যা রাশা থাডানি। বলিউডের রাভিনা ট্যানডনের কন্যা রাশা থাডানি যেন তারকা মায়ের হুবহু প্রতিচ্ছবি।

রাভিনা/ ৯০ দশক কাঁপানো তারকা অভিনেত্রী। তাঁর অষ্টাদশী কন্যা রাশা থাডানি। বাবা অনিল থাডানি। এই দম্পতির আদরের মেয়ে রাশা। সবেমাত্র হাইস্কুলের গন্ডি পেরোলেন।

ইতিমধ্যে মা রাভিনা ট্যানডনের সুপার স্টাইলিশ অবতার হয়ে উঠেছেন। মেয়ের সবকিছুতেই ট্যানডনকে দেখতে পাচ্ছেন ভক্তরা।

রাভিনা ট্যানডনকে বলা হয় স্টাইল আইকন। তাঁর মেয়ে তাঁর ভঙ্গিমা, সাজপোশাক আর অ্যাটিচিউডের দিক থেকে হুবহু প্রতিচ্ছবি।

২০২৪ সালে আরেক বলিউড তারকা অভিনেতা অজয় দেবগনের ভাতিজা আমান দেবগনের অভিষেক হচ্ছে। তাঁর বিপরীতে রাশার অভিষেক হচ্ছে।

এই জুটির ছবির পরিচালক অভিষেক কাপুর।

মায়ের কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন বলিউডের এই নতুন তারা রাশা থাডানি।

চমৎকার ফিগার রাশা থডানির। ভারতীয় লুকে তিনি সমান আকর্ষণীয়।

মা রাভানির মতোই এক অন্যরকম চার্ম রয়েছে রাশার লুকে।

তাঁর ধারালো মুখশ্রীতে বারবার রাভিনাকে খুঁজে পাচ্ছেন ভক্তরা। কেননা, রাশার ট্রেন্ডি কো অর্ড লুকটি নজর কাড়ছে।

ভক্তরা বলছেন, রাশা থাডানি হতে চলেছেন বলিউডের নতুন তারা।

এ ছাড়া বডি ল্যাঙ্গুয়েজ, অভিব্যক্তি ও স্টাইলে অনন্য হয়ে উঠছেন এই নবীনা রাশা।

সাজতে বেশ পছন্দ করেন রাশা।

পড়ালেখায়ও বেশ ভালো রাভিনা ট্যানডন কন্যা রাশা থাডানি। সেটিও চালিয়ে যেতে চান অভিনয়ের পাশাপাশি।

অভিনয়ের পাশাপাশি রাশার পছন্দ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। এর মধ্য দিয়ে করেন পরিবেশ সচেতনামূলক কার্যক্রম।

সব মিলিয়ে নতুন লুকের রাশা থাডানি জানান দিচ্ছেন, সামনে তিনি বলিউডে নজর কাড়বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *