তিনি ৯ হাজার গোলের মালিক
এই পৃথিবীতে একজন ফুটবলার ৯ হাজার গোলের মাইলফলক স্পর্শ করেছেন। তিনি ৮২ বছর বয়সী সিও গেরালদো কস্তা। বাড়ি ব্রাজিলের সাও পাওলো শহরে।
সিও এখনো খেলে যাচ্ছেন।
নিজের সম্পর্কে সিও বলেন, ‘আমি এমন একজন খেলোয়াড়, যে ম্যাচের ভাগ্য গড়ে দেয়।’
তবে পেশাদার বা স্বীকৃত কোনো ফুটবল প্রতিযোগিতায় নয়; বন্ধু, সহকর্মী ও স্থানীয়দের সঙ্গে খেলে সিও এ ‘রেকর্ড’ গড়েছেন।
এই গোল করা এবং তা লিখে রাখার শুরু ২০০২ সালে। তখন তাঁর বয়স ৬০ বছর। এক সহকর্মীর রসিকতা করে বলা কথাটাই গুরুত্বসহকারে নেন সিও।
গেরালদোর প্রাথমিক লক্ষ্য ছিল পেলের ১ হাজার ২৮৩ গোল ছাড়িয়ে যাওয়া। সম্প্রতি গোলসংখ্যা কম্পিউটারে (মাইক্রোসফট স্প্রেডশিটে) আরও বিস্তারিতভাবে লিখে রেখেছেন।
মাইলফলকগুলোকে স্মরণীয় করে রাখতে প্রতি ৫০০ গোল পরপর স্মারক জার্সি উপহার পেয়েছেন সিও। ৯ হাজার গোল করার পরও স্মারক জার্সি পেয়েছেন।
এই বয়সেও কেন খেলছেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গোলসংখ্যা গণনা করে রাখি মনকে তৃপ্তি দেওয়ার জন্য। ফুটবল খেলি শরীর ভালো রাখার জন্য।’
‘আমি একজন ডায়াবেটিক রোগী। ক্যালরি পুড়িয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতেই খেলে যাচ্ছি।’
আগামী ২ বছর ৫০০টি করে গোল করতে পারলেই ২০২৬ সাল নাগাদ ১০ হাজারে পৌঁছে যাবেন সিও।