ত্বকের সর্বরোগ সারায় তিলের তেল
ত্বকের সর্বরোগ সারায় তিলের তেল, সৌন্দর্য খাতে এটাই সেরা তেল। নতুন করে তাই আলোচনা হচ্ছে তেল নিয়ে। ওয়েস্টার্ন অনেক স্কিনকেয়ার ব্র্যান্ড তাদের পণ্য তৈরির জন্য এ তেল ব্যবহার করছে।
ত্বকের হাজার হাজার সমস্যার সমাধান রয়েছে তিলের তেলে।
অনেক আগে থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে তিলের তেল নিয়ে বলা হয়েছে: সব তেলের রানি।
একে বলা হয় ‘ফাউন্টেন অব ইয়ুথ’। যাকে বাংলায় বলে ‘তারুণ্যের ফোয়ারা’।
এই তিলের তেল সবচেয়ে স্বাস্থ্যকর তেল। এর গুণের নেইকো শেষ।
ত্বকের অনেক সমস্যার সমাধানে তিলের তেলের জুড়ি মেলা ভার।
এই তেলে রয়েছে ভিটামিন ই। তাই, এটি পরিবেশগত। এই ভিটামিন অতিবেগুনি রশ্মি, দূষণ ও টক্সিন দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে ত্বকের কোষগুলোকে রক্ষা করে।
তেলে বেশ কয়েকটি ফেনোলিক যৌগ রয়েছে। যা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান। এসব উপাদান একসঙ্গে ত্বককে বার্ধক্য থেকে রক্ষা করে। বলিরেখা কমাতে কার্যকর।
কিছু প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ত্বককে কোমল, মসৃণ ও হাইড্রেট রাখে।
এই তেল অসাধারণ ময়েশ্চারাইজার। প্রতিদিন এ তেল ব্যবহার করলে ত্বক নরম, মসৃণ ও উজ্জ্বল হয়।
লিনোলিক অ্যাসিড ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড রয়েছে এই তিলের তেলে।
এই সংমিশ্রণের কারণে এটি শুষ্ক ত্বকের জন্য সেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার।
অনেকে এই তেল ‘ফেস অয়েল’ হিসেবে ব্যবহার করেন। অর্থাৎ, সর্বরোগ সারায় তিলের তেল