দেশি বাল্বে বেশি আলো
দেশে বৈদ্যুতিক বাতি বা বাল্বের চাহিদা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। আশি ও নব্বইয়ের দশকে টাংস্টেন ফিলামেন্টের বাল্ব জনপ্রিয় ছিল। পরে জনপ্রিয়তা পেয়েছে এলইডি বাল্ব।
এলইডি বাল্ব সাধারণ বাল্বের তুলনায় ৯০ শতাংশ বিদ্যুৎ–সাশ্রয়ী। বাসাবাড়ি থেকে শুরু করে অফিস ও পাবলিক প্লেসেও এখন ব্যবহার করা হচ্ছে এলইডি বাল্ব। পাশাপাশি টিউবলাইটের ব্যবহারও শহর ও গ্রামে চোখে পড়ে।
ফ্লুরোসেন্ট টিউবলাইট, কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প (সিএফএল), এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাল্ব ও এলইডি টিউবলাইট—বাজারে পাওয়া যাচ্ছে এ ধরনের বাল্ব ও টিউবলাইট। নিজেদের পছন্দ ও প্রয়োজন বুঝে কিনছেন ক্রেতারা।
বেশির ভাগ ক্রেতা নিজের বাড়ির জন্য বিদ্যুৎ–সাশ্রয়ী বাল্ব কেনার দিকে আগ্রহী। আরেকটি বিষয়েও ক্রেতাদের নজর থাকে, সেটা হলো স্থায়িত্ব।
দীর্ঘস্থায়ী ও সঠিক মাত্রার আলো পেতে এখন এলইডি ব্যবহার করেন অনেক। বাল্ব কেনার ক্ষেত্রে ওয়াট ও খরচের বিষয়টি মাথায় রাখেন তারা।
তবে রাস্তাঘাটে চলতি পথে কম দামে কিছু বাতি পাওয়া যায়, যা আসলে বিদ্যুৎ–সাশ্রয়ী নয়। কিছু বাল্বে যে ওয়াটের আলো দেওয়ার কথা, তা পাওয়া যায় না। অনেক বাল্বে আবার বিদ্যুৎ খরচ বেশি। অনেক বিল চলে আসে। এসব বাতি চোখ ও পরিবেশের ক্ষতি করে। কেনার পর নানা রকম দুর্ঘটনার খবরও মেলে। বিক্রয়–পরবর্তী সেবা না থাকায় অনেক সময় পুরো টাকাও জলে যায়। তাই কেনার ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে।
সুপার ষ্টার, ক্লিক, ওয়ালটন, ফিলিপস, ট্রান্সটেক—বাজারে রযেছে নানা রকম ব্র্যান্ড।
৫ থেকে শুরু করে ২০ ওয়াট, আরএফএলের ক্লিক ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বাল্ব বাজারে পাওয়া যাচ্ছে। পিন সিস্টেমের ১২ ওয়াট বাল্বের দাম পড়বে ২৯৫ টাকা, ১৫ ওয়াটের প্যাঁচ সিস্টেমের দাম ৩৩৫ টাকা। ২০ ওয়াটের ক্লিক টিউবলাইটের দাম ৫৩০ টাকা।
২০ ওয়াটের ব্লেজ টিউবলাইটের দাম ৫০০ টাকা। ৫ ওয়াটের ক্লিক ডিসি এলইডি বাল্বের দাম ৩৫০ টাকা।
ব্লেজ এলইডি পিন বাল্বের দাম ৯২০ টাকা। এই বাল্বে ৩ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকে। বিদ্যুৎ চলে গেলেও তাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আলো পাওয়া যায়।
ওয়ালটনের ৩ ওয়াটের পিএসএ-৩ডব্লিউবি২২ মডেলের বাল্বের দাম ১৬৫ টাকা, ৫ ওয়াটের ১৯৫ টাকা ও ১৮ ওয়াটের দাম ৩৮৫ টাকা।
হ্যামকো ব্র্যান্ডের কাপতাই মডেলের ১৮ ওয়াটের এলইডি বাল্বের দাম ২০০ টাকা, ১৫ ওয়াটের দাম ১৬০ টাকা ও ৫ ওয়াটের দাম ৮০ টাকা।
ট্রান্সটেকের ৯ ওয়াটের এলইডি বাল্বের দাম ২২০ টাকা, ৫ ওয়াটের ৫৮৫ টাকা ও ব্যাকআপ এলইডি বাল্বের দাম ৬৫৫ টাকা। ১৩ ওয়াটের পিন বাল্বের দাম ২৭৫ টাকা, ৩ ওয়াটের ১৪০ টাকা, ১৮ ওয়াটের ৩৩০ টাকা।
সুপার ষ্টার ব্র্যান্ডের এলইডি বাল্বে ব্যবহৃত হয় এসএমডি চিপ, যা সঠিক মাত্রার আলো নিশ্চিত করে। সুপার ষ্টার এলইডি লাক্স বাল্বের দাম পড়বে ২০৫ থেকে ৫২৫ টাকা, এসি এলইডি বাল্বের দাম ২০৫ থেকে ৪১৭ টাকা।