পর্বতময় দেশ উত্তর মেসিডোনিয়া
উত্তর মেসিডোনিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি পর্বতময় দেশ। দেশের প্রায় এক–তৃতীয়াংশ পর্বতমালায় আচ্ছাদিত।
সর্বোচ্চ শৃঙ্গ হলো কোরাব পর্বত, যা ৯ হাজার ৬৮ ফুট উঁচু।
বুলগেরিয়ার সীমান্তের কাছে দেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত কসোভো-বেলাসিকা পর্বতমালা। এটি হাইকিং ও স্কিইংয়ের জন্য জনপ্রিয়।
উত্তর মেসিডোনিয়া সমৃদ্ধ ইতিহাস, অনন্য সংস্কৃতি ও মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে পরিচিত।