খেলাধুলাটপ নিউজ

পিএসজিকে বিদায় এমবাপ্পের

কিলিয়ান এমবাপ্পেকে পিএসজিতে থেকে যেতে এর আগে একাধিকবার সরাসরি হস্তক্ষেপ করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

আজ ফ্রেঞ্চ কাপ ফাইনাল শুরুর আগে আরেক দফা এমবাপ্পের সঙ্গে দেখা করতে পিএসজির ড্রেসিংরুমে গেলেন মাখোঁ। তারকা ফরোয়ার্ডের গায়ে স্নেহের পরশ বুলিয়ে কিছুক্ষণ কথাও বললেন। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম যে মুহূর্তটিকে বলছে এমবাপ্পেকে ধরে রাখার ‘শেষ প্রচেষ্টা’।

কিন্তু প্রেসিডেন্ট মাখোঁ যে এবার সফল হননি, তা ফাইনাল শেষে এমবাপ্পেকে কাঁধে তুলে নিয়ে সতীর্থদের শূন্যে ভাসানো দেখেই স্পষ্ট বোঝা গেল।

ঘোষণা অনুযায়ী, মৌসুম শেষে পিএসজি ছাড়ার কথা এমবাপ্পের। আজ অলিম্পিক লিওঁর বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ফাইনালই ছিল ২০২৩–২৪ মৌসুমে পিএসজির শেষ ম্যাচ। সে হিসেবে প্যারিসের ক্লাবের জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন এমবাপ্পে, বিদায় রাঙালেন শিরোপার উচ্ছ্বাসে।

লিলের স্তাদ পিয়েরে-মাউরোয় এমবাপ্পের বিদায়ী ম্যাচে অলিম্পিক লিওঁকে ২–১ গোলে হারাল পিএসজি। এ নিয়ে রেকর্ড ১৫তম বারের মতো ফ্রেঞ্চ কাপে চ্যাম্পিয়ন হলো প্যারিসের ক্লাবটি। এর আগে ফ্রেঞ্চ লিগ আঁ–এরও শিরোপা জিতেছে তারা। এর অর্থ, পিএসজির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই দুটি ঘরোয়া প্রতিযোগিতার শিরোপা জিতলেন লুইস এনরিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *