পূজা চেরীর আবেদনময় ‘অফ দ্য শোল্ডার’ লুক দেখুন…
সুন্দরী চিত্রনায়িকা পূজা চেরী এক অত্যন্ত আবেদনময় কাঁধ খোলা গাউনের লুকে দেখা দিয়েছেন। চোখজুড়ানো সুন্দর প্যাস্টেল পিংকের আভায় এই গাউনে তাঁকে অন্য রকম সুন্দর লাগছে।
পোশাকের ক্ষেত্রে কাঁধখোলা বা অফ দ্য শোল্ডার লুক খুবই আকর্ষণীয় করে তোলে যে কাউকে। আর আমাদের স্বপ্নের নায়িকাদের সৌন্দর্যে অন্য মাত্রা নিয়ে আসে এই কাঁধখোলা স্টাইলের আউটফিটগুলো।
সুন্দর প্যাস্টেল পিংকের আভায় এই গাউনে তাঁকে অন্য রকম সুন্দর লাগছিল। দারুণ ফিগারের অধিকারী পূজা চেরীর এই আবেদনময় লুক এখন আলোচনার তুঙ্গে।
বাহুল্যবর্জিত এই সাজপোশাক কোয়ায়েট লাক্সারির প্রকৃষ্ট উদাহরণ, যেখানে খুব জাঁকজমকপূর্ণ কিছু না পরেই আভিজাত্য ফুটিয়ে তোলা যায়। সানায়া কতুরের এই এক্সক্লুসিভ গাউনের সাজে পূর্ণতা এনেছে সিগনেচার লুক বাই সামিয়ার করা অপূর্ব সুন্দর মেকওভার। সব মিলিয়ে পূজা চেরীর দিক থেকে চোখ ফেরানো দায়।
খুলে রাখা চুলে বাদামি হেয়ারকালারে চেস্টনাট শেডের ছোঁয়া। লম্বা সাদা পাথরের ঝোলানো দুল, ব্রেসলেট আর আংটিতে মোহনীয় সাজ সম্পন্ন করেছেন এই সুন্দরী অভিনেত্রী।