প্রথমবার ওটিটিতে তাহসান, সঙ্গে মিথিলা
অতিথিতে রহস্যময় ক্রিকেটার হয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অভিনেতা হিসেবে তাঁকে এর আগে টেলিভিশনে দেখা গেলেও এবার তাঁর অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে।
এটি পরিচালনা করছেন আরিফুর রহমান। চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’ নিয়ে প্রথমবারের মতো ওয়েব কনটেন্টে দেখা যাবে তাহসানকে।
তাহসানকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। গুঞ্জন ছিল, বাস্তবের কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন তাহসান।
শিগগির চরকিতে মুক্তি পাবে ‘বাজি’। এতে রয়েছেন তাঁর সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আরও থাকছেন মিম মানতাসা, নাজিয়া হক অর্ষা, মনোজ প্রামাণিক প্রমুখ।
দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারে ব্যান্ড ও একক মিলিয়ে ১১টি অ্যালবাম করেছেন তাহসান।
নাটক ও চলচ্চিত্র মিলিয়ে প্রকাশিত গানের সংখ্যা প্রায় ২০০। গানের পাশাপাশি তাঁকে অভিনয়েও দেখা গেছে।
তাহসান বলেন, গানে মনোযোগী হতেই অভিনয় কমিয়ে দিয়েছেন। এখন কনসার্ট বেশি হচ্ছে।
ওটিটি প্ল্যাটফর্ম প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ রয়েছে। সেখানে টেলিভিশন নাটকের চেয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি থাকে।’