প্রেমে বিচ্ছেদ, তাই মাথা ন্যাড়া, দুধ দিয়ে গোসল
প্রেমে বিচ্ছেদ, তাই মাথা ন্যাড়া, দুধ দিয়ে গোসল করলেন সিরাজগঞ্জের যুবক হাসেম আল ওসামা। তাঁর প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে। এ কারণে মাথা ন্যাড়া করেছেন তিনি। এরপর দুধ দিয়ে গোসল করেছেন।
তাড়াশ উপজেলার ২০ বছর বয়সী যুব্কটি প্রেমে ব্যর্থতার শোক ভুলতে এমন কাণ্ড ঘটিয়েছেন।
গত চার বছর ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওসামার। কিন্তু কপাল মন্দ। কেননা, তিনি ছিলেন বেকার। ঠিক এ কারণে ভালোবাসার সম্পর্কের ইতি টেনেছেন তাঁর সেই প্রেমিকা। তাই, রাগে ও দুঃখে নিজের মাথা ন্যাড়া করেন, পরে দুধ দিয়ে গোসল করেন।
ওসামা রায়গঞ্জ উপজেলার একটি ফাজিল মাদ্রাসায় দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছেন।
ওসামা প্রেমে বিচ্ছেদের পর চুল ও দাড়ি কাটা বন্ধ করে দেন। পরে বন্ধুদের পরামর্শে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করেন। এরপর ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন। সেই দুধে ছিল সোনা-রুপা ও গোলাপ ফুলের পাপড়ি।
একই সঙ্গে শপথ করেন হাসেম আল ওসামা। তিনি বলেন, জীবনে আর কোনো দিন প্রেম করব না। এমনকি বিয়েও না করার শপথ করেন তিনি।
কথা হয় হাসেম আল ওসামার সঙ্গে। হাসেম আল বলেন, ফেসবুকের মাধ্যমে পরিচয়। তাঁর বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। তাদের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক। ওসামার সবকিছু জানত সেই প্রেমিকা। হাসেম আল ওসামাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে প্রেমিকা শপথ করেছিল।
কিন্তু কয়েক দিন আগে বেকারত্বের অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায় হাসেম আল ওসামার প্রেমিকা। বিষয়টি মেনে নিতে পারেনি হাসেম আল ওসামা।
তিনি আরও বলেন, বন্ধুরা আমাকে অনেক বুঝিয়েছে যে, দুধ দিয়ে গোসল করতে হবে। তাই, দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করেন তিনি।
তাড়াশ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার হোসেন এ বিষয়টি সম্পর্কে অবগত। তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি শুনেছেন। তিনি জানতেন, ছেলেটির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির বিয়েও হয়ে গেছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার হোসেন আরও জানান, মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় মনঃক্ষুণ্ন হয় হাসেম আল ওসামা। তাই সে রাগে-দুঃখে মাথা ন্যাড়া করে। পরে দুধ দিয়ে গোসল করেছেন বলে শুনেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।