ফ্রিজের আয়ু বাড়াতে ৫ টিপস
ফ্রিজের সঠিক যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ, পচনশীল সব কিছু সংরক্ষণ করার জন্যই আমরা ফ্রিজের ওপর নির্ভরশীল। তাই যত্নে রাখলে ফ্রিজ দীর্ঘদিন ভালো থাকবে। জেনে নিন ৫ গুরুত্বপূর্ণ টিপস।
- কনডেন্সার কয়েল পরিষ্কার করুন নিয়মিত। কনডেন্সার কয়েলগুলো রেফ্রিজারেটরের পেছনে বা নীচে থাকে এবং রেফ্রিজারেন্টকে ঠান্ডা করতে সাহায্য করে (একটি কুলিং এজেন্ট যা তাপ শোষণ করে এবং শীতল বাতাস তৈরি করে)।
- ফ্রিজের দরজার গ্যাসকেট পরিষ্কার করুন। গ্যাসকেট হচ্ছে ফ্রিজের দরজায় একটি রাবার সিল স্ট্রিপ, যা নিরোধক প্রদান করে এবং ঠান্ডা বাতাস ভেতরে রাখে ও গরম বাতাস বের করে দেয়।
- রেফ্রিজারেটরের ভেন্টগুলো ব্লক করবেন না। ফ্রিজের ভালোভাবে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ অংশ হলো ভেন্ট, যা ফ্রিজের ভেতরে ঠান্ডা বাতাস সঞ্চালন করতে সাহায্য করে।
- ফ্রিজ খুব বেশি লোড করবেন না। ফ্রিজটি প্রায় তিন-চতুর্থাংশ পূর্ণ রাখার চেষ্টা করুন, সংরক্ষিত আইটেমগুলোর মধ্যে কিছুটা জায়গা বজায় রাখুন।
- ফ্রিজে ছোটখাট সমস্যা হলেও সঙ্গে সঙ্গে সার্ভিসিং করিয়ে নিন।