টপ নিউজভ্রমণ

বাংলাদেশি পর্যটকদের ট্রাভেল খরচ কমাল ভুটান

দারুন খবর! বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান। ১০০ ডলার থেকে কমিয়ে এই ফি ১৫ করা হয়েছে।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই খবরটি জানানো হয়।

বলা হয়েছে, বাংলাদেশি পর্যটকদের জন্য ভুটানের পর্যটন বিভাগ নীতিমালা সংশোধন করেছে।

নতুন নীতিমালা অনুযায়ী, বাংলাদেশিদের এখন থেকে টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে ১৫ ডলার দিতে হবে, যা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমান।

করোনা মহামারীর প্রকোপ কমে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেয় ভুটান। তবে, পর্যটক ফি দৈনিক ৬৫ ডলার (বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের পর্যটকদের এই ফি দিতে হতো না) থেকে বাড়িয়ে করা হয় ২০০ ডলার।

এ কারণে, ভ্রমণ ব্যয় বেড়ে যায়। তাই, ভুটানে বাংলাদেশি পর্যটকের হার কমে যায়।

এ হিসেবে দেখা গেছে, ২০১৯ সালে যেখানে ১৩ হাজার ১৬ জন বাংলাদেশি পর্যটক ভুটান ভ্রমণ করেন, সেখানে ২০২২ সালের শেষ তিন মাসে মাত্র চারজন বাংলাদেশি ভুটান ভ্রমণ করেন।

গত এপ্রিল মাসে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার তৃতীয় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়। তখন ঢাকার পক্ষ থেকে বাংলাদেশি পর্যটকদের জন্য ফি কমাতে থিম্পুকে অনুরোধ করা হয়। বিষয়টি বিবেচনার আশ্বাস দেয় ভুটান।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশি পর্যটকদের জন্যও ফি কমিয়ে ১৫ ডলার করা হলো। তবে, নতুন নীতিমালার আওতায় বছরে ১৫ হাজার বাংলাদেশি পর্যটক প্রতিদিন ১৫ মার্কিন ডলার ফি দিয়ে ভুটান ভ্রমণ করতে পারবেন।

তবে, বেশি হলে অন্যান্য দেশের নাগরিকদের মতো ১০০ ডলার ফি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *