বাজেটে আপনার জন্য কী আছে
আপনার জন্য বাজেটে অর্থমন্ত্রী কী রেখেছেন, তা দেখে নিতে পারেন।
এবারের বাজেটের বিশেষত্ব অনেক। কেননা এতে রাজস্বনীতি, মুদ্রানীতি ও বাজারভিত্তিক সুদের হারের মধ্যে সমন্বয় রয়েছে। নীতির মধ্যে সমন্বয় করার পদক্ষেপ সঠিক।
এটি কঠিন কাজ হলেও এবারের বাজেটে সাহস করে সেটি করা হয়েছে। সামাজিক সুরক্ষার কর্মসূচি যেন নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে যায়, বাজেটে সেই চেষ্টা করা হয়েছে।
মোদ্দা কথা, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে; এবারের বাজেটে সেটি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
বাজেটে বিভিন্ন ক্ষেত্রে আমদানি শুল্ক কমানো হয়েছে। যেসব স্থানীয় শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা কম, বাজেটে তাদের সুন্দর করে সুরক্ষা দেওয়া হয়েছে।
বাজেটের কারণে যেসব পণ্যের দাম বাড়তে পারে, তার মধ্যে রয়েছে দেশি ফ্রিজ-এসি, মোটরসাইকেল, বিদেশি পানির ফিল্টার, বৈদ্যুতিক বাতি, পানীয়, ট্যুর অপারেটর, ফোনে কথা বলা ও সিম, চিকিৎসা ব্যয়, ইঞ্জিন অয়েল, ইট।
বাজেটের কারণে যেসব পণ্যের দাম কমতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে-ল্যাপটপ, গুঁড়ো দুধ, বিদেশি পোশাক, ডেঙ্গুর কিট, নির্মাণসামগ্রী, ইলেকট্রিক মোটর, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে খরচ, কার্পেট, ক্যান্সার চিকিৎসা খরচ, বিদেশি চকোলেট, নিত্যপ্রয়োজনীয় পণ্য। পণ্যগুলোর মধ্যে রয়েছে- পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্যতেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফলসহ ২৭ পণ্য।