বিগ ম্যাকের ট্রেডমার্ক হারিয়েছে ম্যাকডোনাল্ডস
ইউরোপিয় ইউনিয়নে (ইইউ) বিক্রি হওয়া চিকেন বার্গারে ‘বিগ ম্যাক’ লেবেলটি একচেটিয়া ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল্ডস।
ট্রেডমার্ক নিয়ে ইইউর সর্বোচ্চ আদালতের রায়ের পর এমনটি জানা গেল।
প্রতিষ্ঠানটি বড় আকারের বার্গার ও স্যান্ডউইচের জন্য ‘বিগ ম্যাক’ নামটি জনপ্রিয় করে তোলে। এটি ১৯৯৬ সালে ইইউতে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয়।
আয়ারল্যান্ডের প্রতিদ্বন্দ্বী ফুড চেইন ‘সুপারম্যাক’ আইনি চ্যালেঞ্জের পর অন্য সংস্থাগুলো এখন পোল্ট্রি পণ্য বিক্রি করতে ‘ম্যাক’ নামটি ব্যবহার করতে পারবে।
ম্যাকডোনাল্ডস একটানা পাঁচ বছর ধরে এই ট্রেডমার্ক ব্যবহার করেছে বলে প্রমাণ করতে পারেনি।
পোল্ট্রি পণ্যের ক্ষেত্রে ইইউ ট্রেড মার্ক ‘বিগ ম্যাক’ হারিয়েছে ম্যাকডোনাল্ডস।