বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেই ফেলল উগান্ডা
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেছে উগান্ডা। শুরুটা অবশ্য ভালো হয়নি। আফগানিস্তানের বিপক্ষে তারা হেরেছে ১২৫ রানে।
তবে, ম্যাচের ফল ছাপিয়ে প্রথম বিশ্বকাপ খেলাটাই মুখ্য হয়ে উঠেছে তাদের কাছে। তা ছিল অনেক বেশি রোমাঞ্চের।
সে কারণে হারের পর অধিনায়ক ব্রায়ান মাসাবা বলেন, বিশ্বকাপের মঞ্চে আমাদের জাতীয় সংগীত শোনা বিশেষ কিছু। জাতীয় পতাকা উড়তে দেখা আমাদের জন্য অনেক অনেক স্পেশাল।
তবে, হেরে গেলেও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে উগান্ডা। বিশেষ করে বোলিংয়ে ভালো করেছে। এ ছাড়া গড়েছে দারুণ এক কীর্তিও।