বিশ্বকাপে ৩ উইকেট পেলে কীর্তি গড়বেন সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান। ৪৭ উইকেট নেওয়া সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপেরই সর্বোচ্চ উইকেটশিকারি।
চোট না থাকলে সাকিব যে এবারের বিশ্বকাপ খেলবেন, সেটা নিশ্চিত। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়ার কথা সাকিবেরই।
কারণ, শীর্ষ ৫ উইকেটশিকারির বাকি সবাই অবসর নিয়েছেন। বিশ্বকাপে খেলবেন, এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাঁর উইকেট ৩১টি।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে সাকিব খেললে নতুন আরেকটি কীর্তি গড়বেন তিনি। ২০০৭ থেকে ২০২৪—সব টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দুই ক্রিকেটারের একজন হবেন সাকিব। তালিকার বাকি নামটি ভারতের রোহিত শর্মার।
রোহিতের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন সাকিব। সাকিবের ৩৬ ম্যাচের বিপরীতে রোহিত এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন ৩৯টি ম্যাচ।
দুজনই সমানসংখ্যক বিশ্বকাপ খেললেও রোহিতের ম্যাচ খেলার পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি। রোহিতের ভারত ২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও ফাইনাল খেলেছে ২০১৪ সালে।
এবারের বিশ্বকাপে দেখা যাবে, এমন ক্রিকেটারদের মধ্যে সাকিব, রোহিতের পর সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার—৩৪টি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষ ১০–এ আছেন সাকিব।