টপ নিউজটেক

ভি৩০ লাইট: দেশে ভিভোর নতুন ফোন

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বাংলাদেশের বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘ভিভো ভি৩০ লাইট’।

রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটির মোড়ক উন্মোচন করেন ভিভোর শুভেচ্ছাদূত সংগীতশিল্পী তাহসান খান।

ভিভো জানিয়েছে, এটি অনেক টেকসই। ফলে লম্বা সময় ধরে ব্যবহার করা যাবে। চার বছরের মধ্যে ব্যাটারি নষ্ট হলে ভিভো সেটি বদলে দেবে।

এ ছাড়া ফোনটির ব্যাটারির চার্জিং সাইকেল ১৬০০, ভিভোর আগের ফোনগুলোয় এটি ছিল ৮০০। দ্রুত চার্জের সুবিধা ব্যবহার করলে ৪৩ মিনিটে এর ৫০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি শতভাগ চার্জ হবে।

খুব ঠান্ডা বা প্রচণ্ড গরম পরিবেশেও ফোনটি ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। সাধারণ উচ্চতা থেকে পড়ে গেলে দাগ পড়ে যাবে না, ভেঙেও যাবে না।

রোদের আলোয় মুহূর্তেই এই ফোনের রং বদলে যাবে বলে জানিয়েছে ভিভো কর্তৃপক্ষ। সবুজ ও কালো রঙে বাজারে এই মডেলের ফোন মিলবে।

এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, সঙ্গে ২ মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা। ফ্লিকার সেন্সর থাকবে, যার মাধ্যমে উজ্জ্বল আলোর ঝলকানিতেও ছবির মান খারাপ হবে না। সেলফি ক্যামেরা থাকছে ৮ মেগাপিক্সেলের। অ্যামোলেড ডিসপ্লেসমৃদ্ধ ফোনটিতে রিফ্রেশ রেট ১২০ হার্জ।

ভিভো ভি৩০ লাইট ফোনে ৬৮৫ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে। র‍্যাম ৮ জিবি, যেটি বাড়িয়ে নেওয়া সম্ভব আরও ৮ জিবি পর্যন্ত। রম রয়েছে ২৫৬ গিগাবাইটের।

ফোনটির দাম ৩২ হাজার ৯৯৯ টাকা। আগাম ফরমাশ চলবে ১০ মে পর্যন্ত। ফরমাশ দিয়ে ফোনটি কিনলে ভিভোর উপহার বাক্সসহ অন্য সুবিধা পাওয়া যাবে। ১১ মে থেকে বাজারে ফোনটি পাওয়া যাবে।

ফোন উন্মোচন অনুষ্ঠানে আলোকচিত্রী, সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সারসহ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিল ভিভো। ভিভো ফোন দিয়ে সাধারণ মানুষদের তোলা ছবির একটি অ্যালবাম উপহার দেওয়া হয় অতিথিদের। অনুষ্ঠানের শেষে ছিল তাহসানের সংগীত পরিবেশনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *