মাউন্ট এভারেস্টের আবাসস্থল নেপাল
নেপাল শুধু বিশ্বের সবচেয়ে পাহাড়ি দেশগুলোর মধ্যে একটি নয়; বরং এটি অনন্য ভূপ্রকৃতি ও এর সঙ্গে যুক্ত বৈশিষ্ট্যগুলোর জন্যও পরিচিত।
নেপাল হিমালয় পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত। এই বিশাল পর্বতমালা দেশের বেশির ভাগ অংশজুড়ে বিস্তৃত এবং গড় উচ্চতা আট হাজার মিটারের বেশি।
নেপাল বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের আবাসস্থল। এই বিশাল শৃঙ্গটি পর্বতারোহী ও অভিযাত্রীদের জন্য একটি জনপ্রিয় জায়গা।
নেপাল ছোট দেশ হলেও বন্য প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্যের আবাসস্থল। দেশটিতে বিশ্বের ৪ শতাংশ স্তন্যপায়ী প্রজাতি এবং প্রায় ৯ শতাংশ পাখির প্রজাতি রয়েছে।
বিশ্বের সবচেয়ে পাহাড়ি দেশগুলোর মধ্যে একটি হিসেবে নেপাল অভিযাত্রী, প্রকৃতিপ্রেমী ও সাংস্কৃতিক অনুসন্ধিৎসুদের জন্য আকর্ষণীয় গন্তব্য।