খেলাধুলাটপ নিউজ

মার্তিনেজ বিশ্বের সেরা গোলকিপার: মেসি

এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্বের সেরা গোলকিপার বলেছেন তার সতীর্থ লিওনেল মেসি।

মার্তিনেজ মেসিকে হৃদয় দিয়ে ভালোবাসেন। মেসিও মার্তিনেজের অকুণ্ঠ ভালোবাসার জবাবে সমর্থন এবং ভালোবাসা জানিয়েছেন।

মার্তিনেজ আজ বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এর তারা সেমিফাইনালে উঠেছে। এ ম্যাচে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনার জয়ের নায়ক হয়েছেন মার্তিনেজ।

নির্ধারিত সময়ে আর্জেন্টিনা ও ইকুয়েডরের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।

কোয়ার্টার ফাইনালের আগে গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচেও দারুণ দুটি সেভ করেন মার্তিনেজ।

আর্জেন্টিনা দলে ২০২১ সালে অভিষেক হয় মার্তিনেজের। এর পর থেকে টাইব্রেকারে অজেয় তিনি।

জাতীয় দলের হয়ে চারটি টাইব্রেকার শুটআউটে দাঁড়িয়ে জিতেছেন মার্তিনেজ। এর মধ্যে আজ সর্বশেষ টাইব্রেকারে আর্জেন্টিনার হয়ে প্রথম শটটি মিস করেন মেসি। পরে মার্তিনেজ দুটি সেভ করে জিতিয়ে দেওয়ায় রক্ষা পায় মেসির দল। এর মধ্য দিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

সেমিফাইনালে ওঠার পর মার্তিনেজকে নিয়ে তাই উচ্ছ্বসিত মেসি। প্রশংসায় ভাসিয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপে সেরা এই গোলকিপারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *