মা দিবসে মাকে উপহার
মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস। আজ সেই দিন।
একা হাতে সংসারের যাবতীয় কাজসহ বাইরের দুনিয়াও সমান তালে চালান মা। নানা ব্যস্ততার মধ্যে যদি মাকে সময় দিতে না পারেন, তবে বিশেষ দিনটিতে অবশ্যই মায়ের জন্য রাখতে পারেন বিশেষ আয়োজন।
- মাকে দেওয়ার জন্য ফুল হতে পারে সুন্দর একটি উপহার।
- মা দিবসে মাকে উপহার দিতে পারেন হাতে তৈরি কার্ডও। কার্ডে মা ও নিজের ছবি সংযোজন করতে পারেন।
- লিখতে পারেন মাকে মনের কথাও।
- পছন্দের তালিকা ধরে বই কিনে মাকে চমকে দিন।
- গৃহিণী মায়েদের দিনের বেশির ভাগ সময় কাটে রান্নাঘরে। তাই রান্নার কাজে সাহায্য হয়, এমন কোনো সরঞ্জাম উপহার তাঁর জন্য শুধু চমকপ্রদই হবে না, নিজের পছন্দের রান্নার কাজটি তিনি করতে পারবেন আরও বেশি আনন্দের সঙ্গে।
- বাঙালি মায়েদের সবচেয়ে পছন্দের পোশাক নিঃসন্দেহে শাড়ি। শাড়ি পেলে খুশি হবেন না, এমন মা হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। তাই মাকে এমন একটি শাড়ি কিনে দিন, যেটি তাঁর খুব বেশি পছন্দ বা শখের।
- মায়েরা পরিবারের সদস্যদের যত্ন নিতে গিয়ে নিজের কথা ভুলে যান। নিজের যত্ন নেন না বললে চলে। তাই মা দিবসে স্কিনকেয়ার প্রোডাক্ট উপহার দিতে পারেন।
- মা দিবসে মাকে একটু বিরতি দিন। তাঁর জন্য নিজেই রান্না করে ফেলুন।