মেট গালা কি, কেন এত জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মিউজিয়াম অব আর্টস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের কস্টিউম ইনস্টিটিউটের বার্ষিক ফ্যাশন প্রদর্শনী। মেট গালা নামে অনুষ্ঠানটি পরিচিত বেশি।
ইন্টারনেটেও চলছে ছবি পোস্ট করার প্রতিযোগিতা। কল্পবিজ্ঞান লেখক জে জি বেলার্ডের ‘দ্য গার্ডেন অব টাইম’ গল্প অবলম্বনে এবারের পোশাকের কোড থিম নির্বাচন করা হয়েছিল। সেই অনুযায়ী লালের বদলে সবুজ গালিচায় বিভিন্ন ব্র্যান্ডের পোশাকে হেঁটেছেন তারকারা।
২০২৪ সালের বিষয় ‘স্লিপিং বিউটি: রিঅ্যাওয়েকেনিং ফ্যাশন’।
মেট গালা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। কোন তারকা আসছেন, কী পোশাক পরছেন, তা নিয়ে যেমন আগ্রহ থাকে, তেমনই আগ্রহ থাকে অনুষ্ঠানের আয়োজন নিয়েও। মেট গালা কি সর্বসাধারণের জন্য খোলা? ঠিক কত টাকা খরচ করলে একেবারে কাছ থেকে দেখা মেলে স্বপ্নের তারকাদের?
প্রতিবছর এক দিন ফ্যাশনজগতের নামীদামি তারকারা হাজির হন এক ছাদের নিচে, ফ্যাশনের সবচেয়ে বড় শোতে একত্র হতে। ‘পার্টি অব দ্য ইয়ার’ কিংবা ‘ইস্ট কোস্টের অস্কার’—যে নামেই ডাকা হোক না কেন, এক রাতের জন্য পুরো দুনিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে মেট গালার মঞ্চ।
প্রতিবছর মে মাসের প্রথম সোমবার, নিউইয়র্কের মিউজিয়াম অব আর্টে বসে মেট গালার আসর। ১৯৪৮ সালে মার্কিন ফ্যাশন প্রচারক এলেনর ল্যাম্বার্টের হাত ধরে শুরু হয় মেট গালার যাত্রা। শুরুতে মেট গালা ছিল ল্যাম্বার্টের বন্ধুবান্ধবদের জন্য একটি কস্টিউম পার্টি। মাত্র ৫০ ডলারে যে কেউ প্রবেশ করতে পারতেন এ অনুষ্ঠানে। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে মেট গালার চিত্র। এ অনুষ্ঠানে প্রবেশমূল্য এখন ৭৫ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৮২ লাখ টাকা। অথচ গত বছরও এই টিকিটের মূল্য ছিল ৫০ হাজার ডলার।
মেট গালার লালগালিচা আলোকিত হয় তারকাদের আগমনে। দর্শক আর আলোকচিত্রীদের উপস্থিতি হয় দেখার মতো। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় অংশটা থাকে মূল দরজার অন্তরালে, মেট গালার ডিনার পার্টিতে। গোপনীয়তাও এ অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে দেয় বহুগুণ।