রাতে চাই এমন বেণি
দিন শেষে রাতের বেণি কি বাহুল্য? না কি রাতের জন্যও বেণি করা যায়? প্রশ্নের উত্তর না খুঁজে ভাবতে পারেন—বেণির কোনো দিন ও রাত নেই। তার রাতের জন্য বেণি বাঁধার কয়েকটি কায়দা দেখে নিতে পারেন—
- ফ্রেঞ্চ বেণি করে সাধারণভাবে বেঁধে নিতে নেওয়া হয়েছে। সাজের বাকি অংশ হালকা রাখতে পারেন।
- দুই বেণি করতে পারেন। মাঝে একটু সিঁথি। সিঁথি থেকেই যেন সাধারণভাবে শুরু হয়েছে বেণি বোনা সেভাবে বেণি করুন।
- চুলের এক পাশে চিকন বেণি করতে পারেন। তাতে জুড়ে দিতে পারেন শামুকের খোল। বাকি চুল খোলাই রাখুন।