সবচেয়ে বেশি পাহাড় ভুটানে
কিছু দেশ নিজেদের অসাধারণ ভূপ্রকৃতির জন্য সব স্থান থেকে বেশ আলাদা। এমনই এক অসাধারণ দেশ হলো ভুটান।
পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই দেশটি ‘ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন’ নামেও পরিচিত।
পৃথিবীতে সবচেয়ে বেশি পাহাড়ি অঞ্চল ভুটানে। কারণ, এর ৯৮ দশমিক ৮ শতাংশ পাহাড়ে আবৃত।
তিব্বত ও ভারতের মধ্যে স্থলবেষ্টিত এই দেশ অপূর্ব সৌন্দর্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি ও রহস্যময় পরিবেশের জন্য পর্যটকদের কাছে খুব জনপ্রিয়।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৬০ ফুট উচ্চতায় শুরু হয়ে ২৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই দেশের বিভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন আবহাওয়া ও দৃশ্য উপহার দেয়।
পাহাড়ি দেশ হলেও জীববৈচিত্র্যের দিক থেকে ভুটান অনন্য। ঘন জঙ্গল, উঁচু পর্বতমালা ও নদীর তীরে বসবাসকারী অসংখ্য প্রাণী ভুটানের পরিবেশকে আরও সমৃদ্ধ করে তুলেছে। সোনালি লাঙ্গুর (একপ্রকার বানর), বেঙ্গল টাইগার, হিমালয় ব্ল্যাক বিয়ার ও লাল পান্ডার মতো বিরল প্রাণীরা এখানে নিরাপদে বাস করে।