সরকারি হাসপাতালের সবই বিনা খরচে হবে
সব সরকারি হাসপাতালের উদ্দেশ্য সেবা দেওয়া। তাই, এখন থেকে সরকারি হাসপাতালে সবকিছু বিনা খরচেই হবে।
কথাগুলো বলেছেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ শনিবার (২৯ জুন) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সেবা উদ্বোধনী কর্মশালায় তিনি প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমার মনে হয় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয় দরকার।’
সবাই যদি একই লক্ষ্য নিয়ে বিভিন্নজন বিভিন্ন দিক থেকে কাজ করি তাহলে ফলাফল ভালো হয় না বলে মনে করেন তিনি।
তিনি ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীকে সেবা দেন। সেটা অধিকতর ফলপ্রসূ হবে।’
অনুষ্ঠানে সভাপতির ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এসএসকের মূল লক্ষ্য হওয়া উচিত-সরকারি হাসপাতালে যেসব সুযোগসুবিধা নেই সেগুলো পূরণ করা।