সাদিক অ্যাগ্রোর এক বাটারবনের দাম ৭৪ টাকা
আলোচিত ও সমালোচিত সাদিক অ্যাগ্রোর এক বাটারবনের দাম ৭৪ টাকা।
আশ্চর্য দামের এই বাটারবন বিক্রি করছে সাদিক অ্যাগ্রো।
সাদিক অ্যাগ্রো গবাদি পশু বিক্রির পাশাপাশি দুগ্ধজাত পণ্যও বিক্রি করছে। এ ছাড়া গবাদি পশুর সঙ্গে কোনো সংশ্লিষ্ঠতা নেই, এমন পণ্যও রয়েছে প্রতিষ্ঠানটির বেকারি পণ্য বিক্রির দোকানে।
তবে, সব কিছুর দাম আকাশছোঁয়া।
ঢাকায় সাদিক অ্যাগ্রোর পণ্য বিক্রির কয়েকটি দোকান রয়েছে; যার একটি মোহাম্মদপুরের তাজমহল রোডে। সেখানে পাওয়া যায় দই, মাঠা, টোস্ট, কেক ও ফাস্টফুড। আপনি চাইলে দোকান থেকে পণ্য কিনে নিয়ে যেতে পারবেন। চাইলে বসে খেতেও পারবেন।
এই দোকানটিতে ফাস্টফুডের মধ্যে রয়েছে বাটারবন। এর দৈর্ঘ্য সোয়া ৩ ইঞ্চি, প্রস্থ ৭ ইঞ্চি। দাম ৭৪ টাকা।
ভালো কোয়ালিটির এবং প্রিমিয়াম বলে এর দাম এত বেশি বলে দোকানির মত।
একে স্রেফ ফাজলামো এবং ভালো জিনিসের নামে প্রতারণা বলছেন ক্রেতারা।
তাদের যুক্তি, সাদিকের তো নিজের খামার। তাদের তো খরচ আরও কম হওয়ার কথা।