সাবেকি সাজে তাসনিয়া ফারিণ
অভিনেত্রী তাসনিয়া ফারিণের বেশ ব্যস্ত সময় কাটছে। কয়েকদিন আগে ব্যক্তিগত কাজে ফারিণ গিয়েছিলেন ফেস্টিভাইবের শোরুমে। সেখানে একটি লাল ব্লাউজ তাঁর বিশেষ পছন্দ হয়।
ব্লাউজটি দেখেই তাঁর মনে হলো এর সঙ্গে মিলিয়ে কোনো শাড়ি পরে উপস্থিত হবেন কোনো অনুষ্ঠানে। তবে ফেস্টিভাইবে তিনি যেমন শাড়ি খুঁজছিলেন, তেমনটি পেলেন না।
ফেস্টিভাইবের স্বত্বাধিকারী বিষয়টি জানতে পারলে ফারিণের পছন্দ বুঝে তৈরি করেন এই লাল ড্রেপিং শাড়ি। এ জন্য সময় পেয়েছিলেন মাত্র তিন দিন। শাড়িটিতে আলাদা করে নজর কাড়ে ঝালরের ব্যবহার। ফারিণ সেজেছিলেন জাহিদ খানের কাছে।
সাবেকি ধাঁচের গয়না আর চুলের সাজে তাঁকে লাগছিল অনন্য। হাতে ছিল সোনালি রঙের ব্যাগ। ব্লাউজে ছিল চুমকির জমকালো কাজ।