সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে ঝিনাইদহের সামাউল হক
তরুণরা দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। সামাজিক উন্নতির লক্ষ্যে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের মাধ্যমে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। তেমনই এক তরুণ ঝিনাইদহের সামাউল হক। বর্তমানে তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। তিনি তার উপার্জিত অর্থের একটা বড় অংশ এলাকার সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে ব্যয় করে যাচ্ছেন।
তার সামাজিক কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায়দের আর্থিক সহায়তা প্রদান, মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, গরীব গৃহিণীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, টিউবওয়েল বিতরণ, বাস্তুচ্যূত মানুষকে বস্ত্র বিতরণ ও ঈদ সামগ্রী বিতরণ। বৃক্ষ রোপণ কর্মসূচির পাশাপাশি বেকারদের কর্মসংস্থানেও সহায়তা করে যাচ্ছেন সামাউল হক।
সামাউল ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের সাব্দার হোসেন ছেলে। ইতিমধ্যে তিনি আলোকিত ঝিনাইদহ ফাউন্ডেশন নামে একটি সামাজিক প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন।
সামাউলের সামাজিক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে এলাকার অনেক তরুণ যুবক এখন সমাজ সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করছে। সামাউলের স্বপ্ন সুবিধাবঞ্চিত অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান এবং তার মতো যেন অন্যরাও সমাজের উন্নয়নে এগিয়ে আসে। তবেই সমাজ হবে সুন্দর।
Pingback: সুবিধাবঞ্চিতদের মাঝে আলোকিত ঝিনাইদহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ