খেলাধুলাটপ নিউজ

স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে এমবাপ্পে

গল্পটা একটি স্বপ্নপূরণের পথে যাত্রার। আজ থেকে আরও অনেক বছর আগে এক কিশোর ঘরভর্তি নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি লাগিয়ে দেখেছিলেন সেই স্বপ্ন।

ছেলেটির প্রতিভার বিপরীতে স্বপ্নটা মোটেই আকাশকুসুম ছিল না। গতি, ড্রিবলিং, স্কোরিংয়ের সহজাত যে প্রতিভা নিয়ে কিলিয়ান এমবাপ্পে নামের কিশোরটি বেড়ে উঠছিলেন, তাঁর রিয়াল মাদ্রিদে যাওয়ার স্বপ্নটা তাই মোটেই বাড়াবাড়ি ছিল না। তবে স্বপ্ন যদি অত সহজেই ধরা দেবে সেটা আর স্বপ্ন কেন!

সব অনুকূলে থাকার পরও এমবাপ্পেকে স্বপ্ন পূরণের জন্য লড়তে হচ্ছে গত প্রায় ৭ বছর ধরে। নাহ, এখনো তা পূরণ হয়নি। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় বাধাটি অবশেষে টপকে গেলেন এমবাপ্পে।

এক ঘোষণায় জানিয়েছেন, এ মৌসুম শেষেই পিএসজি ছাড়তে যাচ্ছেন। রোববার তুলুজের বিপক্ষে ম্যাচটিই হবে তাঁর শেষ ম্যাচ। তাঁর এই ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে গেল এমবাপ্পের পিএসজি–অধ্যায়। আর একই সঙ্গে শুরু হয়ে গেল তাঁর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ক্ষণগণনাও।

২০১৭ সালে মোনাকো থেকে ১৮ কোটি ইউরোতে পিএসজিতে আসেন এমবাপ্পে। তখনই এমবাপ্পেকে নিয়ে রিয়ালের আগ্রহের কথা শোনা গিয়েছিল, কিন্তু গুঞ্জন ডালপালা মেলার আগেই এই ফুটবল–প্রতিভাকে নিজেদের দখলে নেয় পিএসজি।

প্রথম কয়েক মৌসুম পিএসজি–এমবাপ্পের যৌথ সংসারটা ভালোই ছিল। কিন্তু ২০২১ সালের জুনে এমবাপ্পের স্বপ্নের ক্লাব তাঁকে কেনার আগ্রহ দেখানোর পর থেকেই শুরু হয় অমীমাংসিত থ্রিলার সিরিজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *