টপ নিউজবিনোদন

১৭ কোটি রুপির ইনজেকশন জোগাড় করলেন সোনু সুদ

করোনায় যখন পুরো ভারত তছনছ, ঠিক তখন ‘মুশকিল আসান’ হয়ে দেখা দিলেন অভিনেতা সোনু সুদ। কোভিডে আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি, জরুরি অক্সিজেন সরবরাহ, চিকিৎসা খরচ, রোগীদের খাবার—সবকিছুতেই তাঁর উপস্থিতি মানুষের মনে আশার সঞ্চার করে। পরিযায়ী শ্রমিকদের বাসে করে বাড়ি পাঠানো থেকে শুরু করে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের লেখাপড়া করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই অভিনেতা।

কোভিডের পরও মানবিক সহায়তা অব্যাহত থেকেছে। মানবিক কাজে আবারও সংবাদের শিরোনাম হয়েছেন সোনু সুদ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজস্থান রাজ্যের জয়পুরের একটি ২২ মাস বয়সী শিশুর জীবন বাঁচানোর উদ্যোগ নিয়েছেন এই অভিনেতা। শিশুটির জীবন বাঁচাতে বিশ্বের সবচেয়ে দামি ইনজেকশনের ব্যবস্থা করেছেন তিনি। সেই ইনজেকশনের দাম ১৭ কোটি রুপি!

জয়পুরের শিশুটি ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ–২’ রোগে আক্রান্ত। পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যে মোটর নিউরন, তা নষ্ট হওয়ার কারণেই মেরুদণ্ডের এই বিরল রোগ হয়। জিনগত এই রোগের চিকিৎসা খুবই ব্যয়সাপেক্ষ।

সেই শিশুর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ। বিভিন্ন জায়গা থেকে অর্থের ব্যবস্থা (ক্রাউডফান্ডিং) করেন অভিনেতা। মাত্র তিন মাসের মধ্যে ৯ কোটি রুপির জোগাড় করেন। শিশুটিকে সুস্থ জীবন দিতে এভাবেই ১৭ কোটি রুপির ইনজেকশনের ব্যবস্থা করেন তিনি।

খুব অল্প সময়ের মধ্যে এই বড় অঙ্কের অর্থ জোগাড় করেছেন সোনু সুদ। আর তাই বরাবরের মতোই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন অভিনেতা।

সোনু সুদ বর্তমানে ব্যস্ত আছেন ‘ফাতেহ’ সিনেমার কাজ নিয়ে। কয়েক দিন আগেই শেষ হয়েছে সিনেমাটির শুটিং। এতে আরও অভিনয় করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *