২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ: বয়সে এগিয়ে ওমান, পিছিয়ে নেপাল
ওমান এবারের ২০ ওভারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী দল
মধ্যপ্রাচ্যের এই দলটির খেলোয়াড়দের গড় বয়স ৩২ দশমিক ৮৭ বছর।
ওমানের ১৫ জনের দলে মাত্র দুজনের বয়সই ৩০ বছরের কম। উইকেটকিপার নাসিম খুশি ও অলরাউন্ডার মোহাম্মদ নাদিম দুজনের বয়স ৪১।
অন্যদিকে, সবচেয়ে কম বয়সী দল নেপাল।
২০১৪ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে নেপাল।
দলটির স্কোয়াডের গড় বয়স ২৩ দশমিক ৬০ বছর।
এই দলটিতে ৩০ ছাড়ানো খেলোয়াড় মাত্র একজন।
টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও নেপালি। তার নাম গুলশান ঝা। বিশ্বকাপ শুরুর দিন এই অলরাউন্ডারের বয়স ১৮ বছর ১০৫ দিন।