পছন্দের পারফিউম কিনতে যা করবেন…
অনেকে গন্ধের ব্যাপারে একটু বেশিই খুঁতখুঁতে। পছন্দ না হলে দ্বিতীয়বার তা গায়ে মাখেন না। দোকান থেকে সুগন্ধি কিনলে না হয় ‘টেস্টার’ স্প্রে করে দেখতে পারেন। কিন্তু অনলাইনে কিনলে?
১. পোশাক হোক বা ঘর সাজানোর জিনিস— কেনার আগে তো বাজার ঘুরে তার ভাল-মন্দ বিচার করেন, দাম-দর যাচাই করে নেন। সুগন্ধির ক্ষেত্রে অন্যথা হবে কেন? ইন্টারনেটে এই সংক্রান্ত বিভিন্ন সাইট রয়েছে, সেখানে পড়াশোনা করতে পারেন। ইদানীং নেটপ্রভাবীরাও সমাজমাধ্যমে নানা রকম জিনিস নিয়ে তাঁদের প্রতিক্রিয়া জানান। সে সব ‘রিভিউ’ কাজে লাগতে পারে।
২. প্রতিটি সুগন্ধির আলাদা বিশেষত্ব রয়েছে। খুব ভাল করে সেই সব বৈশিষ্ট্য খেয়াল করুন। কোনওটির গন্ধ ফুল বা ফলের মতো। আবার, কোনওটির মধ্যে রয়েছে অতি পরিচিত কোনও মশলার গন্ধ। তাদের আলাদা আলাদা নামও আছে। নামী সংস্থার সুগন্ধি সম্পর্কে ইন্টারনেটে আগে থেকে পড়াশোনা করে নিতে পারেন।
৩. মনে রাখবেন, প্রতিটি সুগন্ধির আলাদা বিশেষত্ব রয়েছে।
৪. প্রথমেই একগাদা খরচ করে সুগন্ধির বড় শিশি কেনার প্রয়োজন নেই। দোকানে গিয়ে ‘টেস্টার’ স্প্রে করে, গন্ধ দেখে নিতে পারেন। কিন্তু অনলাইনে কেনাকাটা করলে তো সেই উপায় থাকে না। সে ক্ষেত্রে ছোট ‘স্যাম্পল ফাইল’ কিনতে পারেন।